Sunday, February 18, 2007

Wasef Manzil : Full view



মুর্শিদাবাদের নবাব স্যার ওয়াসেফ আলী মির্জ্জা নিজ বসবাসের জন্য এই প্রাসাদটি নির্মান করিয়েছিলেন। ইহা দক্ষিণ দরওয়াজা হতে হাজার দুয়ারী প্যালেস যাওয়ার পথে অবস্থিত। সুরেন্দ্র বরাট নামে এক বাঙালী ইঞ্জিনিয়ারের পরিচালনা ও তত্বাবধানে এই প্রাসাদটি তৈরী হয়। এই প্রাসাদের অভ্যন্তরে শ্বেত পাথরের সিঁড়ি ও সুদৃশ্য মর্ম্মর মূর্তিগুলি বিরাজমান।