
মুর্শিদাবাদের নবাব স্যার ওয়াসেফ আলী মির্জ্জা নিজ বসবাসের জন্য এই প্রাসাদটি নির্মান করিয়েছিলেন। ইহা দক্ষিণ দরওয়াজা হতে হাজার দুয়ারী প্যালেস যাওয়ার পথে অবস্থিত। সুরেন্দ্র বরাট নামে এক বাঙালী ইঞ্জিনিয়ারের পরিচালনা ও তত্বাবধানে এই প্রাসাদটি তৈরী হয়। এই প্রাসাদের অভ্যন্তরে শ্বেত পাথরের সিঁড়ি ও সুদৃশ্য মর্ম্মর মূর্তিগুলি বিরাজমান।