Sunday, February 18, 2007

Imambara (side view)



গতকাল সন্ধ্যা ৬টা ২০মিঃ এ শিয়ালদহ থেকে ভাগীরথী এক্সপ্রেসে চড়ে রাত্রি ১০টা ৩০মিঃ নাগাদ আমরা বহরমপুর স্টেশনে পৌঁছাই। এখানে এখন বেশ ঠাণ্ডা। রিক্সা চড়ে আগে থেকে বুক করে রাখা রয়্যাল হোটেলে (রানীবাগান, কুণ্ডু নার্সিং হোমের কাছে) গিয়ে উঠি। শিয়ালদহ স্টেশন থেকে আগেই রাত্রের খাবার কিনে রাখা ছিল। সেই খাবার খেয়ে ঘুম। সকালে উঠে, হোটেলেরই এক বয়ের সাহায্যে সারাদিনের ঘোরার জন্য ৫০০টাকায় একটা অ্যামবাসাডর গাড়ী ভাড়া করে নিলাম। তারপর স্নান সেরে, নিচে নেমে বাজারে লুচি, তরকারি দিয়ে ব্রেকফাস্ট , তারপর চা। তারপর গাড়ী করে সোজা লালবাগ (মুর্শিদাবাদ)। রাস্তায় মিউনিসিপ্যালিটি নির্ধারিত হারে টোল ট্যাক্স দিতে হয়। টোল ট্যাক্স জমা দেবার সময় আমরা একজন গাইড নিয়ে নিলাম। গাইডের নাম পলাশ। পরে বুঝেছিলাম, গাইডটা মোটেই ভালো নয়। আগের বার আমি যখন এসেছিলাম, তখন নিখিল সরকার নামে এক বৃদ্ধ গাইড পেয়েছিলাম, ভীষণ ভালো গাইড। যাইহোক, গাইড নেবার পর, আমাদের গাড়ী সোজা গিয়ে থামল হাজার দুয়ারী প্যালেস এর সামনে। প্যালেসের ঠিক উল্টো দিকেই এই বিশাল ইমামবাড়া।

Imambara was the first place we visited during our tour.
Side view of the Imambara.