Sunday, February 18, 2007

Alibardi Khan, Siraj -Ud- Doullah



নবাব আলিবর্দ্দী খাঁ তাঁর জীবদ্দশায় নিজ সমাধির জন্য এইটি প্রস্তুত করান। এর সুরক্ষার জন্য চতুর্দিকে উঁচু প্রাচীর বেষ্ঠিত করা হয় এবং নানা প্রকার মনোরম পুষ্পবৃক্ষাদি রোপন করা হয় ও নামকরণ করা হয় খোসবাগ। নবাব আলিবর্দ্দী, সিরাজ-উ-দ্দৌল্লা, লুৎফা ও সিরাজের পরিবারবর্গের সমাধি খোসবাগে বিদ্যমান। সিরাজের সমাধির পূর্বদিকে তাঁর ভ্রাতা মীর্জ্জা মেহেদীর সমাধি আছে।