Sunday, February 18, 2007

Imambara

ইমামবাড়া


বর্তমানে এটাই বাংলার সবচেয়ে বড় ইমামবাড়া যার দৈর্ঘ্য ২০৭ মিটার। পূর্বে এই স্থানে একটি কাঠের ইমামবাড়া স্থাপন করেন নবাব সিরাজউদ্দৌল্লা। ১৮৪৬ খৃষ্টাব্দে নবাব সিরাজউদ্দৌল্লা নির্মিত সেই কাঠের ইমামবাড়াটি এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ধ্বংস হ'লে, নবাব হুমায়ুন জা 'র পুত্র বাংলা, বিহার ও উড়িষ্যার শেষ নবাব নাজিম মনসুর আলী খাঁ ফেরাদুন জা ১৮৪৭ খৃষ্টাব্দে প্রায় ৭ লক্ষ টাকা ব্যয় করে বর্তমান এই ইমামবাড়াটি নির্মান করেন। প্রতি বছর মহরমের সময় এই ইমামবাড়াটি ১০ দিনের জন্য খোলা রাখা হয়।

The Imambara is situated in front of the Hazar Duari palace. Now, this is the largest Imambara in West Bengal (207 metres). Previously the Imambara was made of wood which was constructed by Nawab Siraj-ud-daullah, the Nawab of Bengal but it was detroyed by devastating fire in 1846 AD. Then this Imambara was again built by Nawab Humayunja's son Nawab Mansur Ali Khan in 1847 AD spending nearly seven lakh rupees. Each year it is opened for only ten days during the festival of Muharram.