Sunday, February 18, 2007
Siraj's holy Madina
এইটিই সিরাজের সময়ের স্থাপত্যশিল্পের একমাত্র নিদর্শন। সিরাজ নিজে এই মদিনার জন্য কারবালা হতে পবিত্র মাটি মাথায় করে বয়ে এনেছিলেন। সিরাজের মাতা আমিনা বেগম প্রতিজ্ঞা করেছিলেন যে তাঁর পুত্র নবাব হ'লে মদিনার পবিত্র মাটি এনে বহু মূল্যবান রত্ন সামগ্রী দ্বারা দরজা প্রস্তুত করবেন। দরজার বেদীটি উত্তর হ'তে দক্ষিনে ৪ হাত, প্রস্থে ১ হাত ও গভীরতায় ১.৫ হাত। শোনা যায় মীরকাশিম যখন পরে নবাব হন, তিনি মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করার সময় এই মদিনার সমূদয় ধনরত্ন মুঙ্গেরে নিয়ে চলে যান। এই মদিনার দরজাটি কেবল মহরমের সময় খুলে দেওয়া হয় - আর বাকী সময় বন্ধ থাকে।