
হাজার দুয়ারীর উত্তরদিকে, মদিনার পাশেই রয়েছে এই কামান। একে "বাচ্ছেওয়ালী তোপ" বলা হয়। নবাব হুমায়ুন জা র সময় একে নদীগর্ভ থেকে উদ্ধার করা হয়। ১৬৪৭ খ্রীস্টাব্দে জনার্দন কর্মকার এইটি তৈরী করেন। এই কামানটিতে তিনটি কক্ষ আছে। দাগিবার সময় এতে ১৮ সের বারুদের প্রয়োজন হত। শোনা যায়, এটি একবার মাত্র দাগা হয়েছিল এবং সেই তীব্র আওয়াজ ১০ মাইল দূর পর্য্যন্ত ছড়িয়ে পড়ে এবং বহু গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে। সেই কারনে এর নাম বাচ্ছেওয়ালী তোপ। এই দুর্ঘটনার পর নবাব খুব দুঃখিত হন এবং এর ব্যবহার বন্ধ করে দেন।